রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (২৫) নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নারীর মৃত্যু হয়।
ওই নারীর পরনে ছিল লাল ও কমলা রঙের সালোয়ার-কামিজ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এস আই বাচ্চু মিয়া জানায়, নিহত ব্যাক্তির লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।