সিলেটে একসময় নারী শিক্ষা শুধু উচ্চবিত্ত ও শহরের কিছু পরিবারে সীমাবদ্ধ ছিল। সেই বৃত্ত থেকে বেরিয়ে এসেছে মেয়েরা। প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বাড়ছে মেয়েদের হার। অনেক ক্ষেত্রে ছেলেদের তুলনায় কৃতিত্বে এগিয়ে তারা।
নারী শিক্ষায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেটের পিছিয়ে থাকার অন্যতম কারণ ছিল নানা কু-সংস্কারের ফলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতেন না অভিভাবক। এখন সেই দিন পাল্টেছে। পাল্টেছে অভিভাবকদের ধারণা। তাই শিক্ষার প্রশ্নে ছেলেদের চেয়ে পিছিয়ে নেই মেয়েরা।
একসময় বাল্য বিয়েসহ নানা কারণে উচ্চ শিক্ষা বঞ্চিত হতো সিলেটের নারীরা। দুর হয়েছে সেই সংকটও। তবে এখনও স্বল্পতা রয়েছে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা-সংশ্লিষ্টরা।