১৭৫ দিন ধরে তালা ঝুলছে দেশের হলগুলোতে। কবে খুলবে এই তালা?? কবেই বা সরব হবে নিরব প্রেক্ষাগৃহ, তার উত্তর জানা নেই কারো। সংশ্লিষ্টদের মতে, ১৭৫ দিনে সামগ্রিক বাংলা সিনেমার ক্ষতি হয়েছে হাজার কোটি টাকা। করোনা ভাইরাসের ছোপলে যেন বিবর্ণ দেশের চলচ্চিত্র। সিনেমাপ্রেমিদের পদচারণায় সকাল-সন্ধ্যা যে আঙিনা থাকতো সরব, তা এখন নিরব-নিস্তব্ধ। কোভিড নাইন্টিনের আধিপত্যে ২০ মার্চ থেকে বন্ধ হয় দেশের ছোট-বড় সব হল। সিনেমা হলের উন্নয়নে সম্প্রতি সাত’শ কোটি টাকা বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে সরকার। আর এতে সুসময়ের স্বপ্ন দেখছেন সংশ্লিষ্ঠরা।